প্রযুক্তি নির্ভর জগতে সব কিছুই চলছে স্মার্টডিভাইস ব্যবহারে। মানুষের দৈনন্দিন প্রায় সব কাজই সামলে দিতে আছে কোনো না কোনো যন্ত্র। তবে এই সবকিছু নিরাপত্তার জন্য রয়েছে পাসওয়ার্ডের ব্যবস্থা।
সাইবার সিকিওরিটি বিশেষজ্ঞরা দাবি করেন, প্রতিটি বিষয়ের জন্য পৃথক, জটিল এবং আলাদা পাসওয়ার্ড তৈরি করতে হয়। পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলেও বেশিরভাগ মানুষই এটি মনে রাখতে পারেন না। একাধিক পাসওয়ার্ড ব্যবহার করার ফলেই এমনটা হয়। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন পাসওয়ার্ড ম্যানেজার।এ ধরনের অ্যাপ তাদের কোষাগারে এনক্রিপ্ট করে সুরক্ষিত ভাবে সংরক্ষণ করে থাকে। কিন্তু এই ভল্টটিও আবার একটি মাস্টার পাসওয়ার্ড দিয়ে সংরক্ষিত হয়। এই অ্যাপ ব্যবহারে শুধু আপনাকে একটি পাসওয়ার্ড মনে রাখলেই চলবে।
চলুন এমন কিছু পাসওয়ার্ড ম্যানেজার সম্পর্কে জেনে নেওয়া যাক-
আইক্লাউড কিচেইন
যদি ব্রাউজিংয়ের জন্য কোনো অ্যাপল ডিভাইস ব্যবহার করেন, তাহলে অবশ্যই আইক্লাউড কিচেইন ব্যবহার করতে হবে। এটি অ্যাপলেরই একটি পাসওয়ার্ড ম্যানেজার। অ্যাপল ডিভাইস ব্যবহারকারীরা ফিচারটি বিনামূল্যে পাবেন।
গুগল পাসওয়ার্ড ম্যানেজার
অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের জন্য সেরা একটি পাসওয়ার্ড ম্যানেজার হচ্ছে এটি। অনেকেই হয়তো না জেনেই ফিচারটি ব্যবহার করেছেন। গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করার সময় ডায়লগ বক্সে একটি পপ-আপ মেসেজ আসে, সেখানে জানতে চাওয়া হয় পাসওয়ার্ডটি সেভ করতে চান কি না! তার উত্তর ইয়েস দিলেই তা সেভ হয়ে যায় গুগল পাসওয়ার্ড ম্যানেজারে।
লাস্টপাস
আরও একটি ভালো পাসওয়ার্ড ম্যানেজার হলো লাস্টপাস। এটিতে অগণিত পাসওয়ার্ড জমা করে রাখার সুযোগ পাওয়া যায়। কিন্তু একটি মাত্র ডিভাইসেই তা অ্যাকসেস করতে পারবেন। ডেস্কটপ বা ফোন যে কোনো ডিভাইসেই এটি ব্যবহার করতে পারবেন।
ডাসলেন
এই পাসওয়ার্ড ম্যানেজারে আছে অতিরিক্তসি কিওরিটি ফিচার। ডেটা যাতে ফাঁস না হয় সে জন্য ডার্ক ওয়েব স্ক্যানিং এবং নিরাপদ ভিপিএন রয়েছে এতে। ৫০টি পর্যন্ত পাসওয়ার্ড সংরক্ষণ করা যেতে পারে বিনামূল্যে।
আইপাসওয়ার্ড
প্রথমে শুধু ম্যাক কম্পিউটারেরই আইপাসওয়ার্ড ব্যবহার করা যেত। তবে এখন সব কম্পিউটারেই এটি ব্যবহার করতে পারবেন।
Everything is going on in the technology dependent world using smart devices. One or the other device has to handle almost all the daily tasks of human beings. However, there is a password system for all these security.
Cyber security experts claim that individual, complex and unique passwords have to be created for each subject. Passwords are very important, but most people can't remember them. This is because of the use of multiple passwords. In this case you can use the password manager.
Such apps encrypt their archives and store them securely. But this vault is again protected with a master password. You only need to remember a password to use this app.
Let's take a look at some of the password managers:
ICloud Kitchen
If you use an Apple device for browsing, you must use iCloud Kitchen. This is a password manager from Apple. Apple device users will get the feature for free.
Google Password Manager
This is one of the best password manager for Android phone users. Many may have used the feature without realizing it. When using Google Chrome browser, a pop-up message appears in the dialog box asking if you want to save the password! If you answer yes, it will be saved in Google Password Manager.
Lastpass
Another good password manager is LastPass. It offers the opportunity to store countless passwords. But only one device can access it. You can use it on any device, desktop or phone.
Daslen
This password manager has additional security features. It includes dark web scanning and secure VPN to prevent data leaks. Up to 50 passwords can be saved for free.
Ipasword
At first, only Mac computers could use iPassword. But now you can use it on all computers.
0 Comments