Islam যেভাবে দোয়া করলে আল্লাহ্‌ অবশ্যই তা কবুল করবেন।

 যেভাবে দোয়া করলে আল্লাহ্‌ অবশ্যই তা কবুল করবেন। 



দোয়া করা আল্লাহর আছে অতি পছন্দনীয় একটি ইবাদাত। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর নারাজ হন। আমরা সকলেই চাই আল্লাহ আমাদের দোয়া কবুল করুক। অনেক মানুষ হতাশ হয়ে যান আমার দোয়া আল্লাহ কেন কবুল করছেন না। আসুন আজ আমরা জেনে নেই কিভাবে চাইলে আল্লাহ নিজেই খুশি হয়ে যান। 

আপনি যে প্রক্রিয়ায় দোয়া করলে আল্লাহ এতো খুশি হয়ে যে আপনার হাত আর আল্লাহ ফিরিয়ে দেন না। আর আপনার দোয়া করার নিয়ম যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তাহলে আল্লাহ পাক আপনার দোয়া অবশই কবুল করবেন। আমরা অনেকেই দোয়া করার নিয়মগুলো জানি না। আসুন দোয়া করার নিয়মগুলো আমরা জেনে নেই। 


আনাস (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল (সঃ) কে বলতে শুনেছি , মহান আল্লাহ বলেন, ''হে আদম সন্তান! তুমি যতদিন পর্যন্ত আমার কাছে দোয়া করতে থাকবে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকবে আমি ততদিন তোমার গুনাহ মাফ করতে থাকবো। তুমি যা-ই করতে থাকো আমি সেদিকে ভ্রূক্ষেপ করবো না। 

হে আদম সন্তান! তোমার গুনাহ যদি আকাশের উচ্চতা পর্যন্তও পৌঁছে যায়, অতঃপর তুমি আমার কাছে ক্ষমা চাও, তবুও আমি তোমাকে ক্ষমা করবো, আমি সেদিকে ভ্রূক্ষেপ করবো না, হে আদম সন্তান! তুমি যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে হাজির হাও এবং আমার সাথে কোনো কিছুর শরিক করে না থাকো, তাহলে আমিও  সমপরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে আসবো।  (সুনানে তিরমিজি , হাদিস নং ৩৫৪০)


আলোচ্য হাদিসে আল্লাহ্পাক রব্বুল আলামিন তার অসীম দয়ার বর্ণনা করেছেন। বান্দাকে তার দয়া ও অনুগ্রহের প্রতি আস্বস্ত করার চেষ্টা করেছেন। বলেছেন, বান্দার গুন্নাহ যত বেশি হোক না কেন, আল্লাহ তা আপন দয়ায় ক্ষমা করে দেবেন। যদি সে যথা নিয়মে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। মুহাদ্দিসরা দোয়া ও ক্ষমা কিছু নিয়ম বর্ণনা করেছেন।যেভাবে দোয়া করলে আল্লাহ বেশি খুশি হন এবং দোয়া কবুল সহায়ক হয়। তা হলো:


১. আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস ও আস্থার সাথে দোয়া করা। আল্লাহপাক বলেন, "যখন আমার বান্দা আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, নিশ্চয়ই আমি তাদের নিকটবর্তী, আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি, যখন সে আমার কাছে প্রার্থনা করে। সুতরাং তারাও আমার ডাকে সারা দিক এবং আমার উপর বিশ্বাস স্থাপন করুক।এতে তারা সঠিক পথে চলতে পারবে।" (সূরা বাকারা, আয়াত ১৮৬) .

২. নিষ্ঠার সাথে দোয়া করা।
 হাদিসের বর্ণনামতে ইখলাস ও নিষ্ঠা দোয়া কবুলের পূর্ব শর্ত। অর্থাৎ দোয়া করার সময় মনোযোগ ১০০ ভাগ রাখতে হবে।

৩. আল্লাহর প্রশংসাসূচক গগুণবাচক নামের সঙ্গে দোয়া করা। পবিত্র কুরআনে ইরশাদ আছে, "আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নাম। সুতরাং তোমরা তাঁকে সে নামেই ডাকবে।" (সূরা আরাফ, আয়াত ১৮০)

রাসূলুল্লাহ (সঃ ) আয়েশা (রাঃ) কে এভাবে দোয়া করতে বলেন, "হে আল্লাহ নিশ্চই আপনি ক্ষমাশীল, আপনি করতে পছন্দ করেন। সুতরাং আমাকে ক্ষমা করুন।" (সুনানে তিরমিজি, হাদিস ১১৯৫). এখানে আল্লাহর "ক্ষমাশীল" গুন উল্লেখ করে দোয়া করতে বলা হয়েছে।

৪. দোয়ার আগে আল্লাহর প্রতি হামদ (প্রশংসা) ও রাসূলের (সঃ) প্রতি সালাম ও দুরূদ পাঠ করা। 
ফাজলা ইবনে উবাদ (রাঃ ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল (সঃ ) বসে ছিলেন। এমন সময় একজন লোক এলো এবং নামাজ আদায় করলো। এরপর সে বললো, হে আল্লাহ! আমাকে ক্ষমা করে দিন, আমার প্রতি দয়া করুন। রাসূল (সঃ ) বললেন, হে নামাজি! তুমি তাড়াহুড়া করলে। নামাজ শেষ করে যখন তুমি আল্লাহর উপযুক্ত হামিদ এবং আমার প্রতি (রাসূল (সঃ ) দুরুদ পাঠ করবে। অতঃপর তুমি দোয়া করবে। (সুনানে তিরমিজি, হাদিস ৩৪৭৬)

৫. কেবলামুখী হয়ে হাত উঠিয়ে দোয়া করা। ওমর ইবনুল খাত্তাব (রাঃ ) বদরের ময়দানে আল্লাহর নবী হযরত মুহাম্মদ (সঃ ) এর দোয়ার বর্ণনা দিয়ে বলেন- "অতঃপর তিনি কেবলামুখী হয়ে হাত উঠিয়ে স্বীয় প্রভুর কাছে দোয়া করলেন।" (সহিহ , হাদিস ১৭৬৩)

অন্য এক হাদিসে রাসূল (সঃ ) বলেন, "নিশ্চই তোমাদের মহান প্রভু চিরঞ্জীব ও অতি দয়ালু। যখন তার কোনো বান্দা তার প্রতি হাত উঠায়, তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন।" (সুনানে আবূ দাউদ, হাদিস ১৩২০)

৬. প্রচন্ড আশা নিয়ে দোয়া করা। আল্লাহর কাছে প্রচন্ড আশা নিয়ে দোয়া করার নির্দেশ দিয়েছেন রাসূল (সঃ ). তিনি বলেন, "দোয়া কবুল হওয়ার আশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। জেনে রেখো, নিশ্চই আল্লাহ আল্লাহ উদাসীন ও অমনোযুগীর অন্তরের দোয়া কবুল করেন না। "(সুনানে তিরমিজি, হাদিস ৩৮৭৯)

পবিত্র কুরআনে উল্লেখ করা হয়েছে, "তারা ছিল সৎ কাজে  প্রতিযোগী ও আশা ও ভয় নিয়ে আমার প্রার্থনা। তারা ছিল আমার প্রতি বিনীত" (সূরা আম্বিয়া, আয়াত ৯০)

৭. অশ্রুসিক্ত হয়ে দোয়া করা আল্লাহ তাআলা অশ্রুসিক্ত হয়ে দোয়া করার নির্দেশ দিয়ে বলেছেন "তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে ও অশ্রুসিক্ত হয়ে। " (সূরা আরাফ, আয়াত ৫৫)

৮. একান্তে দোয়া করা দোয়া ও প্রার্থনার শিষ্টাচার হলো একান্তে দোয়া কর। তা প্রকাশ না করা। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে। "তোমরা তোমাদের প্রভুর প্রার্থনা করো গোপনে ও অশ্রুসিক্ত হয়ে। " (সূরা আরাফ, আয়াত ৫৫)

৯. দৃঢ়তার সাথে দোয়া করা।
 আল্লাহর প্রতি দাবি ও অধিকার নিয়ে দোয়া করা। রাসূল (সঃ ) বলেন "তোমাদের কেউ যেন না বলে হে আল্লাহ! আপনি চাইলে আমাকে দয়া করুন। সে যেন দৃঢ়তার সঙ্গে চায়। কেননা কেউ আল্লাহকে বাধ্য করার ক্ষমতা রাখে না। " (সহিহ বুখারি, হাদিস ৬৩৩৯)

১০. দোয়া কবুলের ব্যাপারে তাড়াহুড়া না করা রাসূল (সঃ ) বলেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল করা হয় যতক্ষণ সে তাড়াহুড়া না করে। যেমন সে বললো, আমি দোয়া করলাম কিন্তু তা কবুল হলো না।  (আল জামি বাইনাস সহীহাইন, হাদিস ২২৯২)


আল্লাহ মানুষকে তার কাছে চাইতে, দোয়া ও প্রার্থনা করার নির্দেশ দিয়েছেন। দোয়াকে ইবাদাতের মর্যাদা দিয়েছেন। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, তোমাদের প্রভু বলেন "তোমার আমাকে ডাকো , আমি তোমাদের ডাকের সাড়া দিবো।" (সূরা গাফির, আয়াত ৬০)


নবী করিম (সঃ ) বলেন, "দোয়াই ইবাদাত" (সুনানে আবু দাউদ, হাদিস ১৪৮১)

মুমিনের দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। ছোট বড়  সব প্রয়োজনের   জন্য দোয়া করা। আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করেন। প্রার্থনা না করলে তিনি রাগ করেন। রাসূল (সঃ ) বলেন, "যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার উপর রাগান্বিত হন। " (সুনানে তিরমিজি, হাদিস ৩৩৭৩)
যেভাবে দোয়া করলে আল্লাহ্‌ অবশ্যই তা কবুল করবেন।


The way you pray, Allah will surely accept it.


 Praying to Allah is one of the most desirable acts of worship.  Whoever does not ask Allah, Allah is angry with him.  We all want Allah to accept our prayers.  Many people are disappointed why Allah is not accepting my prayers.  Let us know today how to please Allah Himself.

 Allah is so pleased with the process by which you pray that Allah does not turn away your hands.  And if the rule of your supplication is liked by Allah, then Allah will surely accept your supplication.  Many of us do not know the rules of praying.  Let us know the rules of praying.


 On the authority of Anas (RA), he said, I heard the Messenger (PBUH) say, Allah Almighty said, “O son of Adam!  As long as you continue to pray to me and ask for forgiveness, I will continue to forgive your sins.  I won't mind whatever you do.

 O son of Adam!  Even if your sin reaches the height of the sky, then you seek forgiveness from me, I will still forgive you, I will not look at it, O son of Adam!  If you come to Me with the world's worth of sins and associate nothing with Me, I will come to you with an equal amount of forgiveness.  (Sunan Tirmidhi, Hadith No. 3540)


 In the discussed hadith, Almighty Allah has described His infinite mercy.  Tried to reassure the servant of his mercy and grace.  He said, no matter how much the sin of the servant, Allah will forgive it in His mercy.  If he asks forgiveness from Allah according to the rules.  The muhaddith have described some rules of supplication and forgiveness. How Allah is more pleased with supplication and acceptance of supplication is helpful.  That is:


 1.  Praying with full faith and trust in Allah.  Allah says, "When My servant asks you about Me, surely I am near to them, I answer the prayer of the supplicant when he prays to Me. So let them heed My call and put their faith in Me. That they may follow the right path."  can."  (Surah Baqarah, verse 186).

 2.  To pray earnestly.  According to the narration of the hadith, sincerity and devotion are the prerequisites for the acceptance of prayers.  In other words, one should keep 100% attention while praying.

 3.  Praying with the praiseworthy names of Allah.  The Holy Qur'an says, "Allah has beautiful names. So call Him by that name."  (Surah A'raf, verse 180)

 The Messenger of Allah (PBUH) asked Aisha (RA) to pray like this, "O Allah, You are indeed Forgiving, You like to do. So forgive me."  (Sunan Tirmidhi, Hadith 1195).  Here we are asked to pray referring to Allah's "forgiving" qualities.

 4.  Reciting Hamd (Praise) to Allah and Salam and Durood to the Messenger (SAW) before prayer.  On the authority of Fazla Ibn Ubad (RA), he said, Once the Prophet (PBUH) was sitting.  At that time a man came and prayed.  Then he said, O Allah!  Forgive me, have mercy on me.  The Prophet (peace be upon him) said, O prayer!  you hurry  At the end of the prayer, when you recite the appropriate praises of Allah and blessings upon me (the Messenger (PBUH)). Then you pray. (Sunan Tirmidhi, Hadith 3476)

 5.  Facing the Qibla and raising hands to pray.  Omar Ibnul Khattab (R.A.) described the prayer of the Prophet of God, Hazrat Muhammad (S.A.W.) in the Maidan of Badr, saying - "Then he turned towards the Qibla and raised his hands and prayed to his Lord."  (Sahih, Hadith 1763)

 In another hadith, the Prophet (peace be upon him) said, "Surely your Lord is Ever-Living and Most Merciful. When one of His servants raises his hand to Him, He is ashamed to return it empty-handed."  (Sunan Abu Dawud, Hadith 1320)

 6.  Pray with great hope.  The Prophet (PBUH) instructed to pray to Allah with great hope.  He said, "Pray to Allah with the hope that your supplications will be answered. Know that Allah does not accept the supplications of the heedless and careless heart." (Sunan Tirmidhi, Hadith 3879)

 The Holy Qur'an mentions, "They were competitors in righteous deeds and my supplications with hope and fear. They were humble to me" (Surah Ambiya, verse 90).

 7.  Pray with tears.  Allah Ta'ala instructs us to pray with tears and says, "Supplicate your Lord in secret and with tears." (Surah A'raf, verse 55)

 8.  Pray in private.  Dua and prayer etiquette is to pray in private.  Do not disclose it.  It is mentioned in the Holy Quran.  "Supplicate your Lord in secret and with tears." (Surah A'raf, verse 55)

 9.  Pray with determination.  Dua with claims and rights to Allah.  The Prophet (PBUH) said "None of you should say O Allah! Have mercy on me if You will. Let him ask with firmness. For no one has the power to compel Allah." (Sahih Bukhari, Hadith 6339)

 10.  Don't be hasty about accepting prayers.  The Prophet (peace be upon him) said, the supplication of each of you is accepted as long as he does not hurry.  As he said, I prayed but it was not accepted.  (Al Jami Baynas Sahihain, Hadith 2292)


 Allah has commanded people to seek Him, supplicate and supplicate.  Dua has been given the status of worship.  As mentioned in the Holy Qur'an, your Lord says, "Call me, I will answer your call."  (Surah Ghafir, verse 60)


 The Prophet (PBUH) said, "Supplication of worship" (Sunan Abu Dawud, Hadith 1481).

 The duty of the believer is to pray to Allah more and more.  Praying for all needs big and small.  Allah loves the supplicant.  He gets angry if you don't pray.  The Prophet (peace be upon him) said, "Whoever does not pray to Allah, He becomes angry with him." (Sunan Tirmidhi, Hadith 3373)

Post a Comment

0 Comments