বর্তমানে ঘরে ঘরে ব্যবহৃত হয় ওয়াইফাই রাউটার। যা থেকে একাধিক ডিভাইস যুক্ত করা সম্ভব। তবে মাঝেমধ্যেই রাউটারে সমস্যা হয়। এ সমস্যার সমাধান সম্ভব খুব সহজেই। জেনে নিন রাউটারের সমস্যা সমাধানের উপায়-
* রাউটার সেট করার সময় মাঝেমধ্যেই আইপি সেটিংসে সমস্যা হয়। ফলে ইন্টারনেট সংযোগে সমস্যা হতে পারে। রাউটার থেকে ইন্টারনেট সংযোগ না হলে আইপি সেটিং ভালোভাবে দেখুন। প্রয়োজনে নতুন করে রাউটার কনফিগার করুন।*
ইন্টারনেট ওএফসি বা অপটিক্যাল ফাইবার কেবলে সমস্যা তৈরি হতে পারে। কোনো ওএফসি কেবল সরাসরি রাউটারের ভিতর কানেক্ট থাকে না। ওএফসির সঙ্গে অন্য একটি মডেমের কানেক্ট থাকে। সেখান থেকে রাউটারের কানেক্ট করা হয়। সে ক্ষেত্রে ওএফসিতে কোনো সমস্যা তৈরি হলে ইন্টারনেট কানেক্ট হতে সমস্যা হয়। তাই এফসি কেবল চেক করতে পারেন।
* অনেক সময় ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। সে ক্ষেত্রেও ইন্টারনেট স্পিড কমে যেতে পারে। এমনকি ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হতে পারে। এ ক্ষেত্রে সম্পূর্ণভাবে মডেম পুরোপুরি বন্ধ রাখতে হবে কিছুক্ষণ। তারপর আবারও চালু করতে হবে।* অনেক সময় ওয়াইফাই-এর ক্ষেত্রে সমস্যা হলে রাউটার থেকে ইন্টারনেট সংযোগ করতে সমস্যা তৈরি হয়। এ জন্য ফোন বা অন্য কোনো ডিভাইস থেকে ওয়াইফাই ফরগট করে আবারও কানেক্ট করতে হবে।
* আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের কোনো প্রযুক্তিগত সমস্যার জন্য ইন্টারনেট সংযোগ ব্যাহত হতে পারে। সে ক্ষেত্রে সরাসরি আইএসপির সঙ্গে যোগাযোগ করতে হবে।
WiFi routers are currently used in homes. From which it is possible to add more than one device. But sometimes there are problems with the router. This problem can be solved very easily. Here's how to fix a router problem:
* Occasionally there is a problem with the IP settings when setting up the router. This can lead to internet connection problems. If you do not have internet connection from the router, take a good look at the IP settings. If necessary, configure the router anew.
* Internet OFC or optical fiber cable can cause problems. No OFC is simply connected directly inside the router. Another modem is connected to OFC. From there the router is connected. In that case, if there is a problem in OFC, there is a problem to connect to the internet. So FC can only check.
* Many times problems arise in the case of data transfer. In that case also the internet speed may be reduced. Even the internet connection may be completely shut down. In this case, the modem should be completely turned off for a while. Then you have to turn it on again.
* In many cases, if there is a problem with WiFi, there is a problem to connect to the Internet from the router. For this, you need to forget the WiFi from the phone or any other device and connect again.
* Internet connection may be disrupted due to any technical problem of ISP or internet service provider. In that case you have to contact the ISP directly.
0 Comments