নবিজি সাঃ কে নিয়ে বিজেপি নেত্রীর বাজে মন্তব্যের প্রতিবাদ ..
সীতাকুণ্ড দুর্ঘটনা নিয়ে মনটা বিষন্ন হয়ে আছে। তারপরও পরিস্থিতি বিবেচনায় জরুরি একটি খবর দেয়া প্রয়োজন বোধ করছি। ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্যতম মুখপাত্র নুপুর শর্মা এবং বিজেপি মিডিয়া টিমের সদস্য নাভিন জিন্দাল সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে রাসূলে করীম সাঃ এবং উম্মুল মুমিনিন হজরত আয়েশা রা. কে নিয়ে কুৎসিত মন্তব্য করেছে। ইউরোপসহ পশ্চিমা বিশ্বে এই বাজে মন্তব্য করা হলে এতক্ষণে যেভাবে প্রতিবাদ হতো, এবার তা হয়নি। আমার মনে হয়েছে অনেকেই বিষয়টা হয়তো জানেন না। তাই স্ট্যাটাসটি লিখছি।
সৌদি কুয়েত কাতার ওমানসহ আরব দেশগুলোতে এই মন্তব্য নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ওমানের গ্র্যান্ড মুফতি বলেছেন, মোদি ও তার দল ইসলামোফোবিয়ার নীতিতে বিশ্বাস করে। তার দলের মুখপাত্র তা আবার প্রমাণ করেছেন।
মধ্যপ্রাচ্যের এ দেশগুলোতে বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বসবাস ও চাকুরী করছেন। মধ্যপ্রাচ্যে নেতিবাচক প্রতিক্রিয়া হলে ভারতীয় নাগরিকরা যেমন বিপদে পড়বেন, তেমনি ভারতের অর্থনীতিও চাপের মুখে পড়বে। ভারত সরকার তাই এই ইস্যুকে খুবই সিরিয়াসলি নিয়েছে। আরব বিশ্বকে শান্ত রাখার অভিপ্রায়ে এরই মধ্যে নুপুর শর্মাকে বিজেপির সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এরপরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সবচেয়ে কড়া পদক্ষেপটি নিয়েছে কাতার। কিছু সময় আগে কাতার সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করেছিল সেখনে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে। কাতারের আমীরের পক্ষ থেকে ভারতীয় রাষ্ট্রদূতকে একটি নোটও প্রদান করা হয়েছে। এই নোটে নুপুর শর্মার মন্তব্যের তীব্র নিন্দা করা হয়। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি করা হয়। ভারতকে রীতিমতো সতর্ক করে আরো বলা হয়েছে যদি ভারত সরকার ইসলাম ও রাসূলের সা. বিরুদ্ধে অপপ্রচার বন্ধ না করে তাহলে ভারতকে আগামীতে কঠিন পরিনতি ভোগ করতে হবে।
কাতারের এই প্রতিক্রিয়া আরো তাৎপর্যপূর্ন কারণ যে মুহূর্তে কাতার সরকার ভারতের রাষ্ট্রদূতকে তলব করে এভাবে শাসাচ্ছে, ঠিক তখনও ভারতের উপরাষ্ট্রপতি ভেংকাইয়া নাইড়ু রাষ্ট্রীয় সফরে কাতারেই অবস্থান করছেন। কাতারের এই আচরণকে বিশ্লেষকরা তাই চপেটাঘাত হিসেবেই বিবেচনা করছেন।
আমার রাসূলের সা. বিরুদ্ধে বাজে মন্তব্যকারীদের আল্লাহ তায়ালা এভাবেই দুনিয়া ও আখেরাতে লাঞ্ছিত করুন। আমিন।
BJP leader's bad remarks about Nabiji Sai ..
The mind is sad about the Sitakunda accident. Even then, considering the situation, I feel the need to give an urgent message. Nupur Sharma, one of the spokespersons of the ruling BJP in India, and Naveen Jindal, a member of the BJP media team, recently appeared on a TV show with Rasool Karim and Umm Muminin Hazrat Ayesha. Who made the ugly comment. This is not the way to protest in the Western world, including Europe. I think many people may not know about it. So I am writing the status.
Saudi Arabia, Kuwait, Qatar, Oman and other Arab countries have reacted strongly to the remarks. Oman's Grand Mufti says Modi and his party believe in Islamophobia. His party spokesman confirmed that.
A large number of Indians live and work in these Middle Eastern countries. A negative reaction in the Middle East would put Indian citizens at risk, as well as the Indian economy. The Government of India has therefore taken this issue very seriously. Nupur Sharma has already been expelled from all BJP posts in a bid to keep the Arab world calm.
Even then the situation was not normal. Qatar has taken the toughest step. Some time ago, the Foreign Ministry of the Government of Qatar summoned the Indian Ambassador to Qatar. A note was also handed over to the Indian Ambassador by the Emir of Qatar. Nupur Sharma's remarks in this note are strongly condemned. Punitive action was demanded against him. India has been warned that if the Indian government of Islam and the Prophet. India will have to face dire consequences in the future if it does not stop propaganda against it.
Qatar's response is all the more significant because at a time when the Qatari government is summoning and threatening the Indian ambassador, Indian Vice President Venkaiah Naidu is still in Qatar on a state visit. Analysts are therefore considering Qatar's behavior as a slap in the face.
My Messenger. May Allah Ta'ala humiliate those who make bad comments against him in this world and in the Hereafter. Amen.
0 Comments