* রাসূলুল্লাহ সাঃ বলেন,চারটি জিনিস থেকে পানাহ্ না চেয়ে আমার কোন উম্মত যেন নামাজে সালাম না ফিরায় ।
সবাই যেন পড়ে………
০১. আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল ক্বাবর।
অর্থ: হে আল্লাহ, কবরের আজাব থেকে বাঁচাও।
০২. আউযুবিকা মিন আযাবি জাহান্নাম।
অর্থ: আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও।
০৩ আউযুবিকা মিন ফিতনাতিল মাহিয়া,ওয়াল মামাত।
অর্থ: আল্লাহ জীবন-মরণের ফিতনা থেকে বাঁচাও
০৪.আঊযুবিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।
অর্থ: আল্লাহ,দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও।
[বুখারী:২১২০, মুসলিম:১/৪১২]
0 Comments