🌸কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।
যদিও তোমার প্রতিশোধ নেওয়ার অধিকার রয়েছে, কিন্তু এই অধিকার প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।
তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন,
"ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরষ্কার দিয়ে থাকেন!" [সূরা আয-যুমারঃ ১০]
Do not insult anyone instead of insulting, do not shame instead of shame, do not hurt instead of suffering.
Although you have the right to retaliate, it is better to forgive than to exercise this right.
If you are silent, do not answer, and it causes you pain, anger, and you digest it, be patient, then Allah has promised,
"Allah rewards those who are patient!" [Surah Az-Zumar: 10]
0 Comments