চট্টগ্রাম: উত্তর জেলা যুবলীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে।
রোববার (২৯ মে) বিকেল পৌনে ৬টার দিক হাটহাজারী কলেজের হল রুমে এ অধিবেশন শুরু হয়।এর আগে সম্মেলনের প্রথম অধিবেশন চলে বিকেলে সোয়া ৪টা পর্যন্ত। কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণার মাধ্যমে সম্মেলন মুলতবি ঘোষণা করেন।
দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভাপতিত্ব করছেন।
উত্তর জেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মিজানুর রহমান মিজান বাংলানিউজকে বলেন, আমাদের দ্বিতীয় অধিবেশনে ২৪৬ জন কাউন্সিলরের উপস্থিতিতে শুরু হয়েছে
Source :BanglaNews24
Chittagong: The second session of the conference of North District Juba League has started.
The session started on Sunday (May 29) at 6:15 pm in the hall room of Hathazari College.
Earlier, the first session of the conference lasted till 4:15 pm. Central Juba League Chairman Sheikh Fazle Shams Parash adjourned the conference by announcing the end of the first phase of the inaugural ceremony.
Central Juba League chairman Sheikh Fazle Shams Parash is presiding over the second phase.
Md. Mizanur Rahman Mizan, Joint-General Secretary of North District Juba League, told banglanews that our second session started with the presence of 246 councilors.
0 Comments