Acquire knowledge,ইলম অর্জন করুন, ঘরে-বাইরে দ্বীনের দাওয়াত দিন,


ইলম অর্জন করুন, ঘরে-বাইরে দ্বীনের দাওয়াত দিন, সলাতের দাওয়াত দিন, হারাম ছেড়ে দেয়ার আহবান জানান। ইখতিলাফি বিষয়ে তর্ক করবেন না। হাত বুকে বাঁধবে না নাভীর নীচে বাঁধবে তা নিয়ে তর্ক-বিতর্ক করার সময় আমাদের নেই। মানুষ নামাজই পড়ে না আপনি আছেন কোথায় হাত বাঁধবে তা নিয়ে। কুফফাররা আমাদের মারার সময় জিজ্ঞেস করবে না আপনি হাত কোথায় বাঁধেন, আপনি আহলে হাদিস না হানাফি। আপনার মুসলিম পরিচয়ই তাদের জন্য যথেষ্ট।



একজন দাঈ (যিনি ইসলামের দিকে ডাকেন) হোন, ইলম অর্জন করতে থাকুন, বেশি বেশি নফল আমল করুন, বেশি বেশি কুরআন পড়ুন, হাদীস পড়ুন, তাফসীর পড়ুন, জিকির করুন। 

.

এই দুনিয়া স্বল্প সময়ের। তুচ্ছ জিনিস নিয়ে হতাশ হওয়ার টাইম আমাদের নেই। প্রোডাক্টিভিটি বাড়ান, বসে থাকবেন না। যেভাবে পারেন কাজ করুন।


আপনি ভাই হলে ভাইদের দাওয়াত দিন। বন্ধুদের, নিজের পরিবারের লোকদের বুঝান। মসজিদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। খতীব, ইমাম, মুয়াজ্জিনদের সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে সচেতন করুন। ইলম অর্জন করতে থাকুন। নফল আমল বাড়িয়ে দিন, কিয়ামুল লাইলে দাড়িয়ে আল্লাহর কাছে কান্না করুন।


বোন হলে বোনদের মহলে দাওয়াত দিন। আপনার বান্ধবীকে নামাজ পড়তে, পর্দা করতে বলুন। সাধারণত মহিলারা দ্রুত মোটিভেটেড হয়। ইসলামের প্রতি ভালবাসা, আবেগও মহিলাদেরই বেশি। এজন্যই দেখা যায় যত রকম বিদাতি আমল আছে তা মহিলারা বেশি করে! তারা না জেনে ভুল বশত করে, দ্বীনের প্রতি ভালবাসার টানেই করে। কোন পুরুষ আর যাই হোক ৩০,০০০ বার দুআ ইউনুস একদিনে পড়বে না! মহিলারা অবলিলায় এসব করেন। ইসলাম গ্রহণের হারও মহিলাদের মধ্যে বেশি। তাই এই লাইনে প্রচুর মেহনত করা দরকার। মহিলাদের মধ্যে যদি দ্বীনের দাওয়াত সঠিকভাবে পৌঁছানো যায় তারা বুঝবেন ইন শা আল্লাহ্। 

.

ভাই-বোনেরা অলস বসে থাকবেন না। একবার সুবাহানআল্লাহ্ পড়ার মাধ্যমে আপনি আরেকজন থেকে এগিয়ে যাচ্ছেন। আর এই এগিয়ে যাওয়া ৫-১০ হাজার টাকা দিয়ে তুলনা করা যাবে না। প্রতিযোগিতা হচ্ছে জান্নাত নিয়ে। একেকজনের লেভেল চেইঞ্জ হয়ে যাবে, সুবাহানঅাল্লাহ্!

.

দৌড়ান আল্লাহর পথে!

মনের সমস্ত শক্তি নিয়ে দৌড়ান!

ইসলামের সৈনিক হোন। চারদিকে জাহিলিয়াতের ছড়াছড়ি ঠিক যেন প্রাক ইসলামিক আইয়্যামে জাহিলিয়াত। এই সমাজ আমাদেরই পাল্টাতে হবে। আমাদের সামনে সাহাবা রাদিঅাল্লাহু আনহুম আজমাঈনদের মত আমল করার বিশাল সুযোগ!

বসে থাকবেন না।

সময় খুব কম, খুবই কম!

আল্লাহ্ না করুক সেদিন যেন আপনার অাফসোস করতে নাহয়।

.

আল্লাহ্ তা'অালা আমাদের দ্বীনের জন্য জান-প্রাণ দিয়ে কাজ করার তৌফিক দান করুন।


Post a Comment

0 Comments