আত্মহত্যা জীবনের কোন সমস্যারই ইতি টানে না।
জীবনের চলার পথটা সর্বদা মসৃণ হবে না এটাই স্বাভাবিক। তবুও দুনিয়াবি জীবনের দুঃখ-দুর্দশা, ব্যাথা-বেদনা, পাওয়া না পাওয়ার বিভিন্ন হতাশা আর নানান সমস্যার সম্মুখীন হয়ে; আমরা বেমালুম ভুলে যাই যে ক্ষণিকের এই জীবনটা আমাদের চির সুখের আবাস নয়। ধোঁকায় মোড়ানো চাকচিক্যময় এই দুনিয়াটা স্রেফ একটা পরীক্ষাক্ষেত্র মাত্র। আর পরীক্ষাক্ষেত্র থেকে পলায়ন করা কোন পরীক্ষার্থীর জন্যই কল্যাণকর নয়। পরম করুণাময় মহান আল্লাহ তা'আলা আমাদের প্রতিটি পদক্ষেপই পর্যবেক্ষণ করছেন। তিনি কাউকে নিরাশ করেন না, ঠকান না। পরীক্ষানুসারে সকলের প্রাপ্য তিনি অবশ্যই বুঝিয়ে দেবেন।
সুখের সময়ে শুকরিয়া আদায় আর দুঃখের সময়ে ধৈর্যশীল হওয়াই মুমিন জীবনের রুটিন ওয়ার্ক। মূলত আত্মহত্যা জীবনের কোন সমস্যারই ইতি টানে না। আর এটা কোন সমস্যার সমাধানও নয়। বরং দুনিয়াবি জীবনের সামান্য সমস্যা থেকে পলায়ন করতে যেয়ে অনন্তকালের মহা সমস্যার পথে পাড়ি দেওয়ার নামান্তর হলো আত্মহত্যা।
জীবনটা অনেক সুন্দর। এটাকে যাপন করুন। এটা দিয়েই চির সুখের আবাস জান্নাতকে নিশ্চিত করুন।
Suicide does not end any problem in life.
The way of life will not always be smooth, that is normal. Yet the worldly life is full of sorrows, pains, frustrations of not being found and various problems; We unknowingly forget that this fleeting life is not the abode of our eternal happiness. This glamorous world, wrapped in deception, is just a test. And running away from the exam field is not good for any examinee. Allah, the Most Merciful, is watching over us every step of the way. He does not disappoint or deceive anyone. He must explain what everyone deserves according to the test.
Giving thanks in times of happiness and being patient in times of sorrow is the routine work of a believer's life. Basically, suicide does not end any problem in life. And it is not the solution to any problem. Rather, suicide is the name given to escaping from the small problems of worldly life and crossing the path of the great problems of eternity.
Life is beautiful. Live it. With this, ensure the abode of eternal bliss in Paradise.
0 Comments