আপনার জীবন অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন কিন্তু সমাধান করতে পারছেন না জেনে নিন কি করবেন
১] মন খারাপ?
আকাশের দিকে তাকিয়ে রবকে বলো,
'আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল' এটা পড়া যেতে পারে।
মহান রবের নিয়ামত নিয়ে চিন্তা করো, দেখবে তখন অপ্রাপ্তির চেয়ে প্রাপ্তিই বেশি মনে হবে।
______সব চেয়ে ভালো সিজদাহ করে রবকে সব কথা জানালে।💝
২] কেউ কষ্ট দিয়েছে?
ক্ষমা করে দাও। মহান রব নিজেও ক্ষমাশীল।
বুখারি শরীফে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ-
'আল্লাহ তা'আলা যাকে বেশি ভালোবাসে, তাকে দুঃখ-কষ্টে রাখেন।
_______কেননা এতে তোমারই কল্যাণ নিহিত রয়েছে।💖
৩] অসুস্থ খুব?
"আলহামদুলিল্লাহ্" বলে রবের নিকট শুকরিয়া আদায় করো,____
কারণ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ-
_____রোগ হলে গুনাহসমূহ এমনভাবে ঝরে পড়ে,
"যেভাবে গাছের পাতাসমূহ প্রচন্ড বাতাসে ঝরে পড়ে"→🥰
৪] খুব বিপদে আছো?
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন" এই দোয়া পড়ো।
সূরা বাকারাতে আছে, বিপদের সময় এই দোয়াটি পড়লে তার উপর বিশেষ রহমত নাজিল হয়। দোয়া ইউনুস পড়ো, "_লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনায যোয়ালিমিন"!
___"হাসবুনাল্লাহ ওয়া নিয়ামাল ওয়াকিল"-
এই দোয়াটিও বিপদের সময় পড়তে পারো!💓
৫] সুস্থ আছো?
শুকরিয়া আদায় করো "আলহামদুলিল্লাহ্" বলো এবং এই শ্রেষ্ঠ নেয়ামতের শুকরিয়া স্বরূপ --
___রবের সিজদা করো, যিকির করো!❤️
৬] কাঁন্না পাচ্ছে খুব?
তুমি কি জানো, আখিরাতের জন্য এক ফোটা চোখের জল ঝড়ে পড়লে জাহান্নামের আগুন তার জন্য নিষিদ্ধ হয়ে যায়, তোমার চোখের পানি কি এতই সস্তা?
__তুমি পার্থিব জগতের জন্য কেন কাঁদবে?
_"কাঁদতে হয় তো পরকালের জন্য কাঁদো"!😢
৭] মনের নেক আশা গুলো পূরণ হচ্ছে না?
দুই রাকাত হাজতের নামাজ পড়ো, দোয়া করো, কাঁদো।
যদি সেটা তোমার জন্য কল্যাণকর হয়, তাহলে আল্লাহ তা'আলা সেটা পূর্ণ করবেন'।
_______ঈনশা-আল্লাহ্।💓💓
৮] পাপি হয়ে গেছো?
রবের দিকে ফিরে আসো তাওবা করে।
তোমার রবের তাওবার দরজা এখনো তোমার জন্য খোলা আছে। আগামীকাল পর্যন্ত হয়তো নাও থাকতে পারো। ধৈর্য ধারণ করে সর্বাবস্থায় আল্লাহ তা'আলার উপর ভরসা করো।
________যার আল্লাহ আছে, তার সব আছে! "আলহামদুলিল্লাহ"! 💯💖
আমরা এখন থেকে এই কথাগুলো মেনে চলতে চেষ্টা করব।
ইনশাআল্লাহ
0 Comments