একজন উত্তম স্ত্রীর মাঝে অবশ্যই এই ৪টি গুণ থাকা আবশ্যক।

 একজন উত্তম স্ত্রীর মাঝে অবশ্যই এই ৪টি গুণ থাকা আবশ্যক। 


[১] চেহারায় লাজুকতা থাকা। 

চেহারাই হলো মনের আয়না। যার চেহারা যত লাজুক তার অন্তরেও ঈমানের অংশ "লজ্জা' তত বেশি।



[২] স্বামীর সাথে মিষ্টি গলায় কথা বলা। 

স্বামীর সাথে কড়াকড়ি না করা। সবসময় মিষ্টি আওয়াজ মুখে লেগেই থাকা। আচরণ ও উচ্চারণ মাধুর্য থাকা।


[৩] অন্তর সৎ হওয়া।

হারাম কামনা বাসনা ও হারাম চাহিদা থেকে মুক্ত থাকা। স্বামীকে নেক কাজের সাহায্য করা। নিজে নেক কাজ করা।


[৪] অলস না হওয়া। 

দিনের কাজ দিনেই সেরে ফেলা, আগামী কালকের জন্য রেখে না দেওয়া।


আল্লাহ সবার ভাগ্যে এই চার গুণে গুণান্বিত স্ত্রী মিলিয়ে দিক!

Post a Comment

0 Comments