দান সদকার ফজিলত। দান সদকা করলে যে সমস্ত বিপদ থেকে মুক্তি পাবেন,
১. একটি জায়নামাজ কিনে মসজিদে রেখে দিন, যে ব্যক্তি তাতে নামাজ আদায় করবে, ইনশাআল্লাহ আপনি সেই আমলের জন্য পুরস্কৃত হবেন।
২. একটি বাটি বা গ্লাসে কিছু পানি আপনার জানালায় রেখে দিন পাখিদের জন্য; এটাও এক ধরনের সদকা। এটিকে অভ্যাসে পরিণত করুন। আপনি পুরস্কৃত হবেন ইনশাআল্লাহ।
৩. আপনার পুরাতন অথবা ব্যবহার হচ্ছে না এমন পোশাক গরিবকে দান করুন। সুযোগ থাকলে নতুন জামা যেদিন কিনবেন, সেদিনই এক সেট পুরাতন জামা দান করুন।
৪. আপনার রুমে একটি বক্স রাখুন এবং যখনই আপনি মনে করবেন যে আপনি কোনো অন্যায় করেছেন, তখনই তাতে সাধ্যমতো টাকা-পয়সা রাখুন। মাস শেষে তা খুলে দেখুন এবং তা দান করে দিন। এতে নিজের ভুলগুলোর পরিমাণ বুঝতে পারবেন এবং অনুতপ্ত হয়ে নিজেকে সংশোধনের জন্য এটা সুন্দর একটি পন্থা।
৫. বাড়িতে ঢুকার ও বের হবার পথে দুআ লিখে রাখুন একটি কাগজে। যে এই দোয়াগুলো দেখতে পেয়ে পাঠ করবে, ইনশাআল্লাহ আপনি সেজন্য পুরস্কৃত হবেন৷ একইভাবে ঘরের এমন কোনো স্থানে দুআ লিখে রাখতে পারেন, যেটা সবার নজরে আসে।
৬. আপনার হাত খরচের টাকা দিয়ে একজন এতিমকে সহায়তা করুন আপনার সাধ্যমতো। মাসের কোনো একদিন নাস্তা না করে এতিম কোনো শিশুকে খাবার খাইয়ে দিন।
৭. আপনার বাড়ির আশপাশে যদি কোনো নির্মাণ কাজ চলে কিংবা শ্রমিকেরা কাজ করে, তবে কিছু ঠাণ্ডা পানি বা খাবার তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনি পুরস্কৃত হবেন।
৮. কোনো মসজিদে কুরআন মাজিদ রেখে দিন; যে কোনো ব্যক্তি যখন অন্তত একটি অক্ষর পাঠ করবে, তার জন্য ১০ গুন সওয়াব লিখিত হবে আপনার আমলে।
৯. আপনার পান করা গ্লাসে পানি অবশিষ্ট থেকে গেলে তা একটি ফুলদানির পাত্রে রেখে দিন, অপচয় করবেন না।
১০. আপনার মুসলমান ভাইবোনদের উৎসাহ দিন, দুর্দিনে সাহায্য করুন, সহানুভূতিশীল হোন, যখন তারা মানসিকভাবে বিপর্যস্ত থাকে।
১১. অসুস্থ আত্মীয় কিংবা পরিচিতদের দেখে আসুন। একটু হাসুন, কথা বলুন। এটাও সাদাকা। মৃদু হাসি বিনিময় করাও সাদাকা।
১২. ততক্ষণ পর্যন্ত ঘুমাবেন না, যতক্ষণ পর্যন্ত আপনাকে যারা কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করেছেন।
১৩. কাউকে এক অক্ষর হলেও দ্বীন শিক্ষা দিন। সেই ব্যক্তি যখন তার সন্তানসন্ততি, বন্ধুবান্ধব কিংবা তার সন্তানদের মাধ্যমে তার পরের প্রজন্ম এই দ্বীন অর্জন করবে, সে সকল সওয়াব মৃত্যুর পরেও আপনার কবরে পৌঁছাবে ইনশাআল্লাহ।
১৪. সামর্থ্য থাকলে মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল স্থাপনে সহায়তা করুন। গাছ লাগান, টিউবওয়েল বা পান করার পানির ব্যবস্থা করুন। আপনার মৃত্যুর পরেও মদজিদ মাদ্রাসা দ্বিন শিক্ষা দিতে থাকবে, হাসপাতালে রোগী সেবা পেতে থাকবে, গাছ থেকে মানুষ অক্সিজেন এবং খাবার পাবে, পান করার পানি পান করতে পারবে আপনার ব্যবস্থা করে দেওয়া পানির উৎস থেকে। এসকল কিছু সদকায়ে জারিয়া। এগুলো মৃত্যুর পরেও আপনাকে পরকালের জন্য ধনী করতে থাকবে।
১৫. সন্তানদের উত্তম সন্তান হিসেবে গড়ে তুলুন। দ্বীন এবং মানবতা শিক্ষা দিন। এদের দুআ কবর পর্যন্ত পৌঁছাবে, আপনার থেকে প্রাপ্ত শিক্ষা এদের সঠিক মানুষ হতে সাহায্য করবে।
Sadaka Tips:
Charity is a virtue. Giving alms will save you from all dangers,
1. Buy a Jainamaz and leave it in the mosque, whoever prays in it, inshaAllah you will be rewarded for that deed.
2. Put some water in a bowl or glass in your window for the birds; This is also a kind of charity. Make it a habit. You will be rewarded inshaAllah.
3. Donate your old or unused clothing to the poor. If you have the opportunity, donate a set of old clothes on the day you buy new clothes.
4. Keep a box in your room and put as much money as you can into it whenever you feel you have done something wrong. Open it at the end of the month and donate it. It is a beautiful way to understand the extent of one's mistakes and to repent and correct oneself.
5. Write the dua on a piece of paper on the way in and out of the house. Whoever reads these prayers after seeing them, inshaAllah you will be rewarded for that In the same way, you can write down the dua in any place of the house which is noticeable to everyone.
. Help an orphan with your hand money as much as you can. Feed an orphan child without breakfast on any day of the month.
. If there is any construction work or workers working around your house, you can give them some cold water or food. InshaAllah you will be rewarded.
. Leave the Quran Majid in any mosque; When any person reads at least one letter, 10 times the reward will be written for him during your tenure.
9. If water remains in your drinking glass, keep it in a vase, do not waste it.
10. Encourage your Muslim brothers and sisters, help them in times of need, be sympathetic when they are emotionally disturbed.
11. Visit sick relatives or acquaintances. Smile a little, talk. This is also Sadaqa. It is also good to exchange a gentle smile.
12. Don't sleep until you have forgiven those who hurt you.
13. Teach someone religion even if it is one letter. When that person acquires this religion through his children, friends or his children, then all the rewards will reach your grave even after death, InshaAllah.
14. If you can afford it, help in setting up mosques, madrasas, hospitals. Plant trees, arrange tubewells or drinking water. Even after your death, Madjid Madrasa will continue to teach religion, receive patient services in the hospital, people will get oxygen and food from the trees, will be able to drink drinking water from the water source you have provided. All this is going on in charity. These will continue to enrich you for the Hereafter even after death.
15. Raise children as good children. Teach religion and humanity. Their prayers will reach the grave, the lessons learned from you will help them to be the right people.
0 Comments