হে যুবক, মা’কে অবহেলা করো না।
তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে।
জীবনে কিছু পাও আর না পাও,
কিছু হও আর না হও, কিছু থাক আর না থাক,
দুনিয়া এবং আখিরাতে বাচঁতে চাইলে মায়ের মনে কষ্টতো দুরে থাক, কোন কটু কথা বলা তো দুরে থাক, বলা বা করার চিন্তাও মনে করিওনা কেউ।
মায়ের মনে কষ্ট দেয়ার বিচার পরকালে তো হবেই, এই দুনিয়াতে হবেই হবে,, ইহা ১০০% সত্য।
বিয়ে করেছো, আস্তে আস্তে দেখতেছো মা তোমাকে দেখতেই পারেনা। মা যেন তোমার শত্রু হয়ে যাচ্ছে, তোমার স্ত্রীকেও সয্য করতে পারেনা। তুমি বুঝতেছো তোমার স্ত্রীর কোন দোষ নেই, তবুও মা'কে ‘উফ’ করে ধমক দিয়ে কথা বলিওনা। নম্র ভদ্র বিনয়ের সাথে কথা বলতে হবে এটাই চুড়ান্ত। কারন এটাই আল্লাহর আদেশ।
আল্লাহ কুরআনে ইরশাদ করেছেন।
👉👉তোমার রব আদেশ করেছেন
যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না, একমাত্র তাঁরই ইবাদত করো। এবং পিতা-মাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমাদের কাছে তাদের কোন একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে “উহ্” পর্যন্তও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিয়ো না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা
বলো। আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলেঃ হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন।
_সূরা বনী-ইসরাঈল: ২৩,২৪
,•’``’•,•’``’•,
’•, মা ,,💞
`’•,,•`’
শরীরের চামড়া দিয়েও যদি মায়ের পায়ের জুতো বানিয়ে দেওয়া হয়৷ তবুও মায়ের ঋন কৃঞ্চিত পরিমানেও শোধ হবেনা।😥😢😢
সেই_মায়ের সাথে উচ্চ সুরে কথা বলিওনা, যেই মা তোমাকে কথা
বলা শিখিয়েছে। হযরত আলী (রা:)
মায়ের পায়ের তলে সন্তানের বেহেশত (আহমাদ, নাসাঈ)
মা_জিহাদ :-
👉নামাযের পরই পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করা সর্বাধিক গুরুত্বপূর্ণ। এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও (বোখারী)
মা_দোয়া_কবুলের_গ্যারান্টি :-
👉সন্তানের জন্য মাতা-পিতার দোয়া অবশ্যই কবুল হয়, তাতে কোনো সন্দেহ নেই (তিরমিজি)
মা_আল্লাহর_সন্তুষ্টি :-
👉আল্লাহর সন্তুষ্টি মাতা-পিতার সন্তুষ্টিতে এবং আল্লাহর অসন্তুষ্টি মাতা-পিতার অসন্তুষ্টিতে (তিরমিজি)
মা_ধ্বংস_থেকে_রক্ষাকবজ :-
👉সেই সন্তানের ধ্বংস অনির্বায, যে তার মাতা-পিতাকে অথবা দুইজনের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না (সহীহ মুসলিম)
মা_জান্নাতের_সুঘ্রাণ :-
👉৫০ হাজার বছরের দূরত্বে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। আর অবাধ্য সন্তান এ ঘ্রাণও পাবে না (তাবরানি)
মা_জান্নাতের_নেয়ামত :-
👉পিতা-মাতার অবাধ্যচারী সন্তানকে আল্লাহ কখনই জান্নাতের নেয়ামতরাজির স্বাদ নেবারও সুযোগ দেবেন না। তবে তারা তওবা করলে ভিন্ন কথা (তিরমিজি)
মা_ইবাদত :-
👉“আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না এবং পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো” (সূরা বনী ইসরাঈল:২৩) {এ আয়াতে আল্লাহ পিতা-মাতার সম্মান এবং তাদের সাথে সদ্ব্যবহার করাকে নিজের ইবাদতের সাথে অপরিহার্য করেছেন।}
মা_শুকরিয়া :-
👉“তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং পিতা-মাতারও” (সূরা লোকমান : ১৪) {এ আয়াতে আল্লাহ নিজের শুকরিয়ার সাথে পিতা-মাতার শুকরিয়াকেও অপরিহার্য করেছেন।}
মা_নবীজির (সা.) দীদার :-
👉হজরত ওয়াইস আল করনি (রা.) নবীজির কাছে এই মর্মে খবর পাঠালেন, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.), আপনার সঙ্গে আমার দেখা করতে মন চায়; কিন্তু আমার মা অসুস্থ। এখন আমি কী করতে পারি?’ নবীজি (সা.) উত্তর পাঠালেন, ‘আমার কাছে আসতে হবে না। আমার সাক্ষাতের চেয়ে তোমার মায়ের খেদমত করা বেশি জরুরি ও বেশি ফজিলতের কাজ।’
_মা_শাস্তি_থেকে_বাঁচায় :-
👉সমস্ত গুনাহ-ই এমন যে, তা থেকে আল্লাহ যাহা এবং যতটা ইচ্ছা মাফ করে দিবেন। কিন্তু পিতা-মাতার সাথে সম্পর্কচ্ছেদ, দুর্ব্যবহার করা, অধিকার আদায় না করার গুনাহ তিনি মাফ করবেন না। বরং যে লোক এই গুনাহ করে তার জীবদ্দশায় ও মৃত্যুর পূর্বেই তার শাস্তি ত্বরান্বিত করেন (মিশকাত)।
💕💕💗💗 সত্যিই মা তোমার কোন তুলনা হয়না!!! 💕💗💕💕💕💕💕💕💕💕💕
I Love
0 Comments