অন্যের হক বিনষ্ট কারীর পরকালের অবস্থা প্রসঙ্গে: [একটি গুরুত্বপূর্ণ বিষয়]
"হক" দুই প্রকার। যথা: ১. আল্লাহর সাথে বান্দার হক এবং ২. বান্দার সাথে বান্দার হক। প্রথম প্রকারের হক নষ্ট করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু দ্বিতীয় প্রকারের হক নষ্ট করলে আল্লাহ মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে।
সুতরাং "সাবধান!" আল্লাহর হক রক্ষা/পূরণ করার পাশাপাশি বান্দার হকের ব্যাপার অত্যান্ত সতর্ক থাকতে হবে এবং মৃত্যুর আগে পূরন/আদায় করতে হবে।
আমাদের সকলের উচিত, আমরা যদি কারো "হক" নষ্ট করে থাকি তাহলে তার হক আদায় করে দেওয়া অথবা তার কাছে মাফ চেয়ে নেওয়া
অন্যের হক কিভাবে বিনষ্ট করা হয়?
ছলেবলে কৌশলে ধোকাবাজি মিথ্যা মামলা মিথ্যা সাক্ষ্য চুরি ডাকাতি দুর্নীতির মাধ্যমে অন্যের জমিজমা ফল ফসল অর্থ সম্পদ নিয়ে নেওয়া, ঋন ও স্ত্রীর মাহরানার অর্থ পরিশোধ না করা। মুখ ও হাতের মাধ্যমে হক বিনষ্ট করা যেমন: অন্যায় ভাবে মারপিট নির্যাতন ও অপমান-অপদস্ত করা, গালিগালাজ করা সম্মান হানি করা ইত্যাদির মাধ্যমে অন্যের হক বিনষ্ট হয়। এ সবের ক্ষতিপুরণ হাশরের মাঠে অবশ্যই দিতে হবে। সেদিন কোনো অর্থকড়ি থাকবেনা নিজের যদি কোনো নেকি থাকে তা দিয়ে ক্ষতিপুরণ দিতে হবে। সকল নেকি দিয়েও যদি ক্ষতিপুরণ না হয় তাহলে পাওনাদারদের গোনাহ এনে তারউপর চাপিয়ে দেয়া হবে অবশেষে সে গোনাহের বোঝা মাতায় নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
👉আবূ উমামাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ যে ব্যক্তি কসমের মাধ্যমে কোন মুসলিমের হক বিনষ্ট করে তার জন্য আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে রেখেছেন এবং জান্নাত হারাম করে রেখেছেন। তখন জনৈক ব্যক্তি জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! অতি সামান্য বস্তু হলেও? রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ আরাক (বাবলা গাছের মত এক ধরনের কাঁটাযুক্ত) গাছের ডাল হলেও এ শাস্তি দেয়া হবে।
[মুসলিম (হাঃ একাডেমী) অধ্যায়ঃ ১। ঈমান, হাদিস নম্বরঃ ২৫০। (ইসলামিক ফাউন্ডেশনঃ ২৫২. ইসলামিক সেন্টারঃ ২৬১)]
👉আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ্ (সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি তার (মুসলিম) ভাই-এর ওপর যুলুম করেছে সে যেন তার কাছ থেকে ক্ষমা নিয়ে নেয়, তার ভাই-এর পক্ষে তার নিকট হতে পুণ্য কেটে নেয়ার আগেই। কারণ সেখানে (কেয়ামতে) কোন দ্বীনার বা দিরহাম পাওয়া যাবে না। তার কাছে যদি পুণ্য না থাকে তবে তার (মাজলুম) ভাই-এর গোনাহ্ এনে তার উপর চাপিয়ে দেয়া হবে।
[বুখারী (তাওহীদ) অধ্যায়ঃ ৮১/ সদয় হওয়া, হাদিস নম্বরঃ ৬৫৩৪, ২৪৪৯। (আধুনিক প্রকাশনী- ৬০৮৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬০৯০)]
পাওনাদারদের পাওনা পরিশোধ করা অবশ্যক:
👉আবু হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিত যে, রসূলুল্লাহ (সাঃ) বলেছেনঃ কিয়ামাতের দিন প্রত্যেক পাওনাদারকে তার পাওনা চুকিয়ে দিতে হবে। এমনকি শিং বিশিষ্ট বকরী থেকে শিং বিহীন বকরীর প্রতিশোধ গ্রহণ করা হবে। (কেনো সে গুতা মেরেছিল)।
[মুসলিম (হাঃ একাডেমী) অধ্যায়ঃ ৪৬। সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার, হাদিস নম্বরঃ ৬৪৭৪। (ইসলামিক ফাউন্ডেশন ৬৩৪৪, ইসলামিক সেন্টার ৬৩৯৪) তিরমিজী (তাহকীককৃত) ২৪২০।]
🔶এ সকল ব্যক্তি অবশেষে গুনাহের বেঝা মাথায় নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।
👉আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন রাসুলুল্লাহ (সাঃ) বলেছেনঃ সেই বান্দার উপর আল্লাহ তা'আলা রাহমাত বর্ষণ করুন, যে তার কোন ভাইয়ের মান-সম্মান ও ধন-সম্পদের ব্যাপারে যুলুম করেছে। কিয়ামাত দিবসে এ ব্যাপারে তাকে পাকড়াও করার পূর্বেই যেন সে ক্ষতিগ্রস্ত ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেয়। কারণ, সে স্থানে (আখিরাতে) দিরহাম, দীনারের (বিনিময় প্রদানের) ব্যবস্থা থাকবে না। সুতরাং তার কোন ভালো আমল থাকলে (যুলুমের পরিমাণ অনুযায়ী) তা নিয়ে যাওয়া হবে। আর যদি কোন ভালো আমল না থাকে, তাহলে মাযলুমদের গুনাহ তার উপর চাপিয়ে দেয়া হবে।
[তিরমিজী (তাহকীককৃত) অধ্যায়ঃ ৩৫/
হাদিস নম্বরঃ ২৪১৯। সহীহ, সহীহাহ ৩২৬৫, বুখারী (তাওহীদ) অধ্যায়ঃ ৪৬/ অত্যাচার, কিসাস ও লুণ্ঠন, হাদিস নম্বরঃ ২৪৪৯, ৬৫৩৪। হাদিসের মানঃ সহিহ]
👉আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ (সাঃ) সাহাবীদের প্রশ্ন করলেন, তোমরা কি জান, দেউলিয়া (নিশ্ব) কে? তারা বললেন, হে আল্লাহর রাসূল (সাঃ) আমাদের মধ্যে দেউলিয়া হচ্ছে সেই ব্যক্তি যার দিরহামও (নগদ অর্থ) নেই, কোন সম্পদও নেই। রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ আমার উম্মাতের মধ্যে সেই ব্যক্তি হচ্ছে দেউলিয়া যে কিয়ামাত দিবসে নামায, রোযা, যাকাতসহ বহু আমল নিয়ে উপস্থিত হবে এবং এর সাথে সে কাউকে গালি দিয়েছে, কাউকে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কারো রক্ত প্রবাহিত (হত্যা) করেছে, কাউকে মারধর করেছে, ইত্যাদি অপরাধও নিয়ে আসবে। সে তখন বসবে এবং তার নেক আমল হতে এ ব্যক্তি কিছু নিয়ে যাবে, ও ব্যক্তি কিছু নিয়ে যাবে। এভাবে সম্পূর্ণ বদলা (বিনিময়) নেয়ার আগেই তার সৎ আমল নিঃশেষ হয়ে গেলে তাদের (পাওনাদার) গুনাহসমূহ তার উপর চাপিয়ে দেয়া হবে, তারপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
[তিরমিজী (তাহকীককৃত) অধ্যায়ঃ ৩৫/
হাদিস নম্বরঃ ২৪১৮। সহীহ, সহীহাহ (৮৪৫), আহকামুল জানাইয (৪), মুসলিম। ইমাম আবূ ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ। হাদিসের মানঃ সহিহ]
Regarding the afterlife of the one who destroys the rights of others: [An important point]
There are two types of "hawk". Namely: 1. The right of the servant with God and 2. Bandar Haq with Bandar. If the first type of right is violated, Allah can forgive it if He wills. But if the second type of right is violated, Allah will not forgive until the servant forgives.
So "Beware!" In addition to protecting / fulfilling the rights of Allah, one has to be very careful about the rights of the servants and fulfill them before death.
We should all, if we violate someone's "rights", claim their rights or apologize to them.
How are the rights of others destroyed?
Fraudulent fraud, false case, false testimony, theft, robbery, corruption, taking away other people's land, fruits, crops, money, property, not paying the loan and wife's mahrana. Destroying the rights of others through mouth and hands, such as: unjustly beating, insulting, humiliating, insulting, disrespecting, etc., destroys the rights of others. Compensation for all this must be given in the field of resurrection. There will be no money on that day, if you have any good, you will have to compensate with it. If there is no compensation even with all the good deeds, then the sins of the creditors will be brought and imposed on him, and finally he will be thrown into hell with the burden of sins on his mother.
It is narrated on the authority of Abu Umamah (may Allah be pleased with him) that the Prophet (peace and blessings of Allah be upon him) said: Whoever destroys the rights of a Muslim by swearing, Allah has made Hell obligatory and Paradise forbidden. Then a man asked, O Messenger of Allah! Even if it is a very small object? The Prophet (peace and blessings of Allaah be upon him) said: Even if it is a branch of the Arak (a kind of thorny tree like acacia), it will be punished.
[Muslim (H. Academy) Chapter: 1. Iman, Hadith number: 250. (Islamic Foundation: 252. Islamic Center: 261)]
Narrated from Abu Hurairah (R). The Prophet (peace and blessings of Allaah be upon him) said: He who has wronged his (Muslim) brother should seek forgiveness from him before he has taken away the virtue from his brother. Because no dinar or dirham will be found there (on the Day of Resurrection). If he does not have virtue, then the sins of his (oppressed) brother will be brought and imposed on him.
[Bukhari (Tawheed) Chapter: 81 / Kindness, Hadith Number: 6534, 2449. (Modern Publications - 6064, Islamic Foundation - 7090)]
Debtors must pay:
It is narrated on the authority of Abu Hurairah (may Allah be pleased with him) that the Prophet (peace and blessings of Allah be upon him) said: On the Day of Resurrection, every creditor will have to pay his dues. Revenge will be taken from a goat without horns and a goat without horns. (Why did he dive).
[Muslim (H. Academy) Chapter: 48. Utilization, protection of kinship and etiquette, Hadith number: 7484. (Islamic Foundation 6344, Islamic Center 6394) Tirmizi (Tahkikkrt) 2420.]
All these people will eventually be thrown into hell with their heads full of sin.
It is narrated on the authority of Abu Hurairah (may Allah be pleased with him) that the Messenger of Allah (may peace be upon him) said: May Allah have mercy on the servant who has wronged his brother in respect of his honor and wealth. On the Day of Resurrection, he should apologize to the victim before he is caught. Because, in that place (in the Hereafter) there will be no system of dirham, dinar (exchange). So if he has any good deeds (according to the amount of oppression) it will be taken away. And if there is no good deed, then the sins of the oppressed will be imposed on him.
[Tirmizi (Tahkikkrt) Chapter: 35 /
Hadith number: 2419. Sahih, Sahih 3275, Bukhari (Tawheed) Chapter: 47 / Torture, Revenge and Looting, Hadith Number: 2449, 6534. Hadith Mani Sahih]
It is narrated on the authority of Abu Hurairah that the Prophet (peace and blessings of Allaah be upon him) asked the Companions, "Do you know who is bankrupt?" They said, "O Allah's Apostle, the one who is bankrupt among us is the one who has no dirham (cash) and no wealth." The Prophet (peace and blessings of Allaah be upon him) said: The person in my ummah who is bankrupt is the one who will appear on the Day of Resurrection with many deeds including prayer, fasting, zakat , Beating someone, etc. will also bring crime. He will then sit down and this person will take something from his good deeds, and that person will take something. Thus, if his righteous deeds are exhausted before he takes full revenge, his (creditors) sins will be imposed on him, then he will be thrown into Hell.
[Tirmizi (Tahkikkrt) Chapter: 35 /
Hadith number: 2417. Sahih, Sahihah (845), Ahkamul Janaij (4), Muslim. Imam Abu Isa said, this hadith is Hasan Sahih. Hadith Mani Sahih]
0 Comments